- চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা অত্যন্ত জরুরী। বাংলাদেশ এবং সমগ্র বিশ্বে এখন হাতে কলমে কাজ জানা শিক্ষার্থীদের চাহিদা সর্বাধিক। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়েয়ার এস এস সি পাশ করার পর মাত্র চার বছর লেখাপড়া করে চাকরির ক্ষেত্রে ২য় শ্রেনীর কর্মকর্তা হিসেবে সরকারি বেতন কাঠামো ২০১৫ এর ১০ম গ্রেডে ১৬০০০/- টাকা স্কেলে প্রায় ৩৪৬৪০/- টাকা বেতনে চাকরি শুরু করেন এবং পদোন্নতির সুযোগ পান। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অন্য কোন মাধ্যমে এত দ্রুত এত ভাল বেতনে চাকরির সুযোগ নেই। ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা সেশনজট মুক্ত এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেকারত্বের হার সর্বনিম্ন। বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একাডেমিক স্বীকৃতি রয়েছে। তাই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিদেশে সাধারন শ্রমিক নয় বরং মিড লেভেল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পান। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশের পর চাকরি ও উচ্চশিক্ষার পথ যেকোন শিক্ষা ব্যবস্থা থেকে বেশি এবং বহুমুখী।
Director
পরিচালক
Head of the Institute
প্রতিষ্ঠান প্রধান
কারিগরি সহায়তায়:
ZS Technologies